ছোট কলিজার মানুষ (২৪৩৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-০৩-২০২৪ ইং
=====================
মেঢ্রর আত্মীয়ের কলিজা ছোট
হৃদ যন্ত্রটা কাপে ডরে,
কখনো মেহমানের কথা শুনিলে,
মনটা কাপে থরে থরে।

অতিথি দেখলে শেউ টেনে উঠে
তাদের মন করে দুরুদুরু,
তাদের বাসায় কেহ বেড়াতে গেলে
ভয়ে বুক ফুলে হয় পুরু।

হায়!দাওয়াত দেয়ার কলিজা নেই
সাহসের নেই ভালাই টালাই,
কলিটাকে বড় বানাতে হলে ওই
ওয়ার্কসাপে করবে জালাই।

কেহ তাদের নেমান্তন্ন করলে ভাই
তারা যায় না কেহর বাড়ি,
ওদের সামাজিকতার ভালাই নেই
উদাহরণ নেমান্তন্ন তারই।

ওরা চুপে চাপে গোপনে আড়ালে
সকল অনুষ্ঠান করে থাকে,
তেনারা ছোট মনের মানুষ বিধায়
নিজেদের আড়ালে রাখে।