চোষা আম (২৫৩৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-০৬-২০২৪ ইং
===================
আম জনতারা চোষা আম
চোষছে আচ্ছা করে,
চুষতে চুষতে ক্ষীন্ন দেহটায়
রক্তমাংস নেই ভিতরে।

চুষছে আমলারা প্রথম দিকে
নেতারা চুষছে পরে,
জনপ্রতিনিধিরাও চুষার পরে
কিছু থাকেনা ভিতরে।

হাটে গেলে চুষে নিত্যপন্যরা
অফিসে চুষে বড়বাবু,
বাড়িতে আসলে চোষে বউ
চুষে করে পুরুষ কাবু।

মন্ত্রীরাও চুষে এমপিরাও চুষে
মেম্বার চেয়ারম্যান চুষে,
চুষতে চুষতে দেহে নেই কিছু
আম জনতা নেই হুশে।

বেসরকারি শিক্ষক দিশেহারা
চুষছে নিত্যপন্যের দামে,
বৈষম্য বেতনভাতায় চুপছে মন
তাই দাবী আদায়ে নামে।

মন চুষতে চুষতে এমন হয়েছে
দেহ বাজারের চোষা আম,
চোষা দেহ মন যে রসা হবে না
জনগনের রক্তের নেই দাম।