চোরাই পথে (২৫৪৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-০৬-২০২৪ ইং
================
টাকা চলছে চোরাই পথে
রামের খামে করে,
বাম হাতের প্রয়োগ হলে
আসে আপন ঘরে।

কলমের খোঁচায় মোচাটা
বের হয় তাড়াতাড়ি,
কাজ হাসিলের জন্য কেহ
তৈল দিচ্ছে তড়িঘড়ি।

মনটা ফিরতে টাকা চলে
টেবিলের নিচ দিয়ে,
বৈধ পন্থায় টাকা পাচার
ব্যংকের চেকিং নিয়ে।

বাবুকে নাকি কাবুর জন্য
চোরাই পথেও টাকা,
বাবুর ঢাকা মনটা টাকার
জোরে হয় নাকি ফাঁকা।

ঘুষের টাকার কোরবানি
সওয়াবে পাপ মাফ,
গোস্ত দিলাম গরীবদের
বিচার হইবে হাফ।