চোরের মনে পুলিশ পুলিশ (২৬২৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-০৯-২০২৪ ইং
=================
চোরের মনে পুলিশ পুলিশ
সেই চোর আজ পুলিশ,
মেধাবী দেখলে ভয় পায় যে
কার কাছে করবে নালিশ।
যে সব চোর চুরি করে পালায়
তাদের মনে শুধুই ভয়,
পুলিশে ধরলে তার জীবন্টা
মান ইজ্জতের হবে ক্ষয়।
তাদের নালিশের জায়গা নেই
ওদের দেখলেই ভয় পায়,
ভয়ে ভয়ে তাদের দিনাতিপাত
মান সম্মান প্রায় যায় যায়।
দেশে নিরাপত্তা নেই পুলিশের ও
নেই যে সব জ্ঞানী গুনীদের,
কার ইজ্জতের হানি হয়ে যায়
দ্বিধায় ভুগছে অনেকের।