চোখের পলকে (২৫৮৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৯-০৮-২০২৪ ইং
==================
চোখের পলকে লণ্ডভণ্ড
দেশের রাজনীতি,
শেখ হাসিনার মাথে চাপলো
বড় ধরনের ভীতি।
তাইতো তিনি পদত্যাগ করে
দেশ ছেড়েছেন হুট,
নশকা দিলো কোন কারিগর
স্বদেশ ছাড়ার রুট।
পালিয়ে গেলে কে দিল তারে
হেলিকপ্টার বাসায়?
দলিয় লোকদের বিপদে ফেলে
গেলো কিসের নেশায়?
সে হঠাৎ করে কাঠের পুতুলে
কি কারনে রুপ নিলো?
পদত্যাগের মাধ্যমে শেখ হাসিনা
দেশবাসীকে কি দিলো?
ক্ষমতা ও মৃত্যু চোখের পলকে
বুঝার কি বাকি আছে?
কিছুক্ষণ আগের প্রধানমন্ত্রী
সাবেকে রূপ নিয়েছে।