ছবির ক্ষমতা (২৩৪৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-১২-২০২৩ ইং
=================
ছবির ক্ষমতার কত শক্তি?
যদি তুমি জানতে,
তবে তুমি ছবি তুলতে না
হারে হারে মানতে।
ঘুরতে গিয়ে সেলফি তুলে
ছবি ভাইরাল করো,
এই সুযোগ নিয়ে মনানন্দে
কি ভুলটাই যে করো।
গোপন ছবি তুলে যে তুমি
ভুলের মাশুল দিবে,
এই ছবির বলে বন্ধুর কাছে
আজীবন জিম্মি হবে।
ছবির ক্ষমতা কত যে বড়ো
যদি ভালো খারাপ হয়,
হাসি তামাসায় ভুলের ছবিতে
থাকে ভাইরালের ভয়।
সাময়িক আনন্দ ফুর্তির জন্য
তুমি পর্নো হলে ছবিতে,
এই ছবির ক্ষমতা কত যে বন্ধু
বুঝবে মেয়েরা  ভবিতে।
পারলে ভাবিয়া করিও কাজ
তুমি করিয়া ভাবিও না,
ছবির ক্ষমতা যে কত বুঝলে
যত্রতত্র ছবি তুলিতে না।
কোন ছবি তুলিলে জিম্মি হয়
কোন ছবিতে হয় খালাস?
আবার গোপন ছবি দেখতে কেউ
মোবাইলে করে তালাশ।
ছবি হইলো তথ্য প্রযুক্তির যুগে
সঠিকতা যাচাইর নিক্তি,
ছবি না থাকলে আসল নকল
বুঝবার আছে নাকি ভিত্তি।