চব্বিশের গ্রীষ্ম (২৪৯৯ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
০৮-০৫-২০২৪ ইং
==================
কঠিন উত্তাপে ছাতি ফাটে
আগুন ঝরে সূর্য থেকে,
যাই না মাঠে যাই না বাটে
প্রাণ যায় যায় রৌদ্র মেখে।
গরম বালি জীবনটা কালি
জুতা ছাড়া যায় না চলা,
ছাতাটা নিয়ে যাও বাহিরে
জীবন রক্ষা করতে বলা।
শুকনো বেরে পরছে মরে
পানি কোথা পায় মহিষ গরু,
ভোর হতে টিনের ছাউনিতে
খাঁ খাঁতেই দিনের তাপ শুরু।
মাঠে চাষীর দশা নাই ভরসা
ফসল পুড়ছে চৌচির মাঠে,
কাল কি খাবে ঢাকায় যাবে?
জাতীয় খবর সকল বাটে।
সব ব্যবসাজীবি নাই রুজি
বন্ধ সকলের বাইরে যাওয়া,
যায় যায় প্রান হিট স্টোকে
জোটছে না নাওয়া খাওয়া।
হায়রে রবি কি দেখাও ছবি!
দেখিনি জন্মের কোনকালে,
উত্তাপ থামাও ঝরটা নামাও
জীবন বাঁচাও শীতল জলে।