চেনা পথে হাটবো (২৬৮৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-১১-২০২৪
==============
শত্রু শত্রুর অনিষ্টতায়
কত যে শান্তি পায়,
পৌষ গেলে মাঘ আসিবে
করবে শীতের ভয়।
অনিষ্টের খবর শুনলেই
কেহ হাসে মনে মনে,
মনের ভিতর সুখের স্বপ্ন
জাগে চোখের কোণে।
শুনছি এক মাঘে শীত
যায় না গ্রীষ্মের দেশে,
আবার শীত আসিলেই
কাপতে হবে শেষে।
এদের মত এমন সময়
আবার আসতে পারে,
এই আচরণ সেদিনও
আবার দেখাবে তারে।
প্রতিহিংসা নিন্দনীয়,
যতসব অশান্তির মূল,
যেমন দিবে তেমন পাবে
যত্ত রাগের মাথে ভুল।
এক আঙ্গুলে চার আঙ্গুল
তোমার দিকে ফিরছে,
এমন বিপদ আসবে ফিরে
দেখবে চতুরদিকে ঘিরছে।