ছেলের আচরণ (২৪৬৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-০৪-২০২৪ ইং
==================
মায়ের চোখে কান্নার জল
স্বামীর অবস্থা দেখে,
জীবন দিয়ে বাঁচাতে হবে
জিনিস গহনা রেখে।

রোগী পিতাকে সুস্থ করতে
টাকা চাইতে গেল মা,
ছেলে ছাপ ছাপ বলে দিলো
টাকা দিতে পারব না।

একটি সম্বল চাকুরী পেয়েই
এ ছেলে করছে বিয়ে,
বিয়ের পরে মা-বাবাকে ভুলে
থাকে শ্বশুর শাশুড়ী নিয়ে।

ছেলের কাছে টাকা চাওয়াতে
মা এমন আচরণ পেয়ে,
ছেলে পড়াতে আজ নি:স্বপ্রায়
সে দেখলো নারে চেয়ে।

মা টাকা না পেয়ে ফিরে এসে
অশ্রুপাতে স্বামীকে বলে,
সরকারি হাসপাতালে যাইবো
তোমার যা আছে কপালে।

বিধি মোতাবেক চিকিৎসা চলে
বাহিরের ঔষধ কেনা দায়,
এমন শ্বাস কষ্টের ভারী বোঝা
থেকে কেমন করে বাঁচায়।

ছেলে থাকতেও এমন অবস্থা
পিতামাতা মানতে পারে,
দেখলাম সেদিন শ্বশুর অসুস্থে
আমার ছেলে কান্না করে।