চরিত্রহীন মীর জাফর (২৩২০তম)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
১১-১১-২০২৩ ইং
===================
মীর জাফরের ভুমিকায় যারা
ঘরে,সমাজে দেশে,
তাদের পরিণতি কি যে হইবে?
পাকরাও হবে শেষে।
কাহারো থেকে সাহস পেয়েই
বিশৃঙ্খলায় কেন লিপ্ত?
ঘরে,সমাজে দেশের মেধাবিরা
তাদের দুষ্কর্ম্মেই ক্ষিপ্ত।
অতি উৎসাহী হয়ে কেন বাবুরা
দুষ্কর্ম্মের শক্তি দেখাও?
ওরা ঘরে সমাজের দেশবাসীকে
কি ভবিষ্যৎ বানী শেখাও।
বাবা,ভগবান,সু-নেতার আদলে
যতই ভক্তি শ্রদ্ধা করুন,
সময় কালে পাশে থাকবে কি?
তখন কি ভুমিকা ধরুন।
মীর জাফর কিন্তু ঘৃণার পাত্র
ঘরে সমাজে দেশের মাঝে,
সামান্য স্বার্থে সবই যে পারে
দেশের সকলে ভাবে বাজে।
বিশৃঙ্খলা ঘটিয়ে মসনদ দখলে
নীল নকশায় আছে ব্যস্ত,
আশা যে তোদের ভেস্তে যাবে
দেশের লোক পিছনে ন্যস্ত।