চাপাবাজ (২২৭৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩০-০৯-২০২৩ ইং
================
মুখটা যদি না থাকিতো
কি হত যে তোদের?
কখন যে আসল বুঝবি
সঠিক জ্ঞান বোধের?

রাফ রাফ ভাবে বকলিরে
কোন গন্ধ শুকলি না?
দেশের আসল চেহারাটা
তোরা কেন দেখলি না।

মুখ ভাল চালাতে পারলে
শান্তি পাও কি মনে?
খেলার মাঠে দেখা হইবে
খেলবো তোদের সনে।

মাইক লয়ে প্রচার করলে
কাজের জুড়াবে কি?
গরম ভাতে পানি দিলেই
ভাত ঠান্ডা হবে নি?