চামচিকার লাথি (২৬১৫ তম)
এম,এ,সালাম (সুর ছন্দের কবি)
০৮-০৯-২০২৪ ইং
=================
হাতি নাকি ফান্দে পরলে
চামচিকায় লাথি মারে,
সুযোগ পেলে ঘাস ফড়িং
কষে চর থাপ্পর ছাড়ে।
অন্যায় করছে বড় হাতিটা
বিচার চায় তার নাতির,
এই সুযোগে ফাঁধে ফেলতে
করবে কাউকে খাতির।
ফুসরৎ পেলে পেটের ছাণা
পানিতে চুবাইয়া মারে,
ফাঁন্দে পরিলে বগা কান্দে
স্বার্থের দোহাই ছাড়ে।
ব্যাঙের ছাণায় ভেঙ্গি দেয়
এখন কেমন বোঝো?
নিজ স্বার্থে কিছু খোজে না
বিপদে খোঁজ রোজও।
আকাশ ভাঙ্গার ভয়ে বাবুই
উপরের দিকে রাখে পা,
মনের ভিতর চিন্তা চেতনা
জীবন রক্ষার উপয় তা।