চাকরি সোনার হরিণ (২৪৬১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩০-০৩-২০২৪ তাং
=====================
সোনার দেশের উৎকোচদের
                 চাঁদের হাট বসেছে ভাই,
তাই মনের ভেতর দু:খ নিয়ে,
               আমি কোন দেশেতে যাই?
বিএ এমএ ডিগ্রি অর্জন করে
               সোনার ছেলের চাকুরী নাই,
চাকুরী যে ভাই সোনার হরিণ
               চাকুরী হাতের মোয়া নয়।
ঘুষ গ্রহীতা ঘুষের টাকা ছাড়া
              এক কথায় কিছুই বুঝে নায়,
বেকারত্বের ওই ভারী বোঝা টি
             আর কতদিন নিব আমি হায়।
উৎকোচ  ছাড়া কি এই দেশেতে,
              সহজে চাকরি পাওয়া যায়?
মহিলা,পোষ্য মুক্তিযোদ্ধা কোটা
              পুষিয়ে চাকুরী পাওয়া দায়।
নিন্ম মধ্যবিত্ত বেকার ছেলেদের
              অর্থ সম্পদের ভালাই নাই,
যার কারণে ওদের কপালে কি
               চাকরির সৌভাগ্যটাও নাই?