চাঁদ ছুঁইবার আশে(২৩১১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-১১-২০২৩ ইং
****************
বামন হয়ে চাঁদ ছুঁইবার চায়
শুনে লোকে মুচকি হাসে,
বুকের মাঝে সাহস জুগিয়ে
হৃদয়টা জোয়ারে ভাসে।
বুক পকেটের শক্তির নেশায়
দাপটে বুক ফুলিয়ে চলে,
সব খানেতে চাঁদ ধরার কথা
অভিনয়ের ভঙ্গিতে বলে।
বলাকা যেমন খাদ্যের তরে
এখানে সেখানে ঘুরছে,
চাঁদ ধরিবার প্রত্যাশার জন্য
জীবন বাজিতে লড়ছে।
রোবটের মত ছুটে বেড়াচ্ছে
মনেতে একটি মাত্র আশা,
চাঁদের সাথে প্রেম করিবারে
চাই সবকিছু ভালোবাসা।
দৈর্ঘ্যটা মাত্র বিঘাত খানেতে
আর একটু লম্বায় হলে,
চাঁদ ধরা নাকি সহজ হইতো
দেশের সব মানুষে বলে।