চৈতী হাওয়া (২৪৫১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-০৩-২০২৪ ইং
================
চৈতী হাওয়া বইছে শূন্যে
সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি,
প্রবল বৃষ্টি হওয়া দরকার
উপকার রবি কৃষ্টির।
শুকিয়ে গেছে ফসলের মাঠ
চৌচির মাটঘাট ফেটে,
চৈত্রীরের রোদে পথিক বাবু
যেতে পারছে না হেটে।
দু,দিন ধরে মেঘলা আকাশ
রোজাদার পাচ্ছে শান্তি,
চৈত্রীরের এই ঠান্ডা বাতাসে
দূর হয়ে যাচ্ছে সব ক্লান্তি।
মুগডাল আর ধানের ক্ষেত
বাতাসে যে দোল খায়,
কিছু তরমুজ চাষি বৃষ্টি দেখে
মনে সুখ- শান্তি পায়?