চাওয়া পাওয়া (২৬৫৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-১০-২০২৪ তম
===============
শূন্য মনে ভিন্ন চাওয়া
বপুতে দেয়ার অন্ন,
টর্চ আছে আলো নেই
সদা খুঁজি যে অরন্য।
                        
একের পর এক চাওয়া
লোভটা বাড়ে তীব্র,
চাওয়া পাওয়ার দ্বন্ধ মন
রাখা যায় কি শুভ্র?

কারও চাওয়া মাত্রাতিরিক্ত
কারও চাওয়া শূন্য,
কারও চাওয়ার মন ভরে না
হয় যদি তা ভিন্ন।

অযাচিত চাওয়াই আনে যে
অনেক অনেক দু:খ,
ভবঘুরের মাঝেও হেরি
পাওয়ার তরেই সুখ।

পাবো পাবো পাবো অনেক
মনেতে আবেগ বেশ,
চাওয়া পাওয়ার যোগ বিয়োগে
জীবন হলো যে শেষ।

চাওয়া পাওয়ায় আশা জাগে
বেশী চাওয়ায় লোভ,
না পাওয়ায় বাড়তে পারে
অন্তরের সব ক্ষোভ।

জমানো চাওয়া যত ই আছে
লাগাম টানতে থাকো,
তোমার চাওয়ায় বিপদ আছে
চাওয়া চাপিয়ে রাখো।