বৈষম্যের ভাঙ্গা প্রাচীর -১ (২৫৪১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৯-০৬-২০২৪ ইং
====================
👉পরম সৃষ্টিকর্তাই যুগে যুগে
                               বিরাজ করে ধরণীর পর,
গরীব দু:খী মানুষকে কেন?
                             কর বিত্তশালীদের অনুচর।
👉খালের দু,পাড়ে পথের পাশে
                            পলিথিনে বাসা করে থাকে,
ঝড়বৃষ্টি দৈন্য দশায় ঝুপড়িতে
                         বলো কেমন কষ্টে তারা বাঁচে।
👉পেটে নেই ভাত রুগ্ন দেহেতে
                          বেঁচে থাকার জন্য করে ঋণ,
ঋণের বোঝা মাথায় চড়িয়ে
                           হতাশা  বাঁচার আশা ক্ষীণ।
👉তুমি সৃষ্টির স্রষ্টা সর্বশক্তিমান
                          তুমি সর্বত্র ক্ষমতার মহারাজ,
তারপরও কেন তোমার সৃষ্টিরা
                       তোমাতে আঙ্গুল তুলেছে আজ?
👉মসজিদ মন্দির গীর্জা প্যাগোডায়
                         সর্বত্র সৃষ্টির জয় উল্লাস দেয়,
তোমার চরণে মাথা নিচু করে
                         তোমার থেকে আর্শীবাদ নেয়।