বৈষম্যের ভাঙ্গা প্রাচীর -১(২৫৪০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-০৬-২০২৪ ইং
=======================
👉দেখি চারিদিকে শুধু হা-হা কার
শুধু অন্ন বস্ত্র বাসস্থানের জন্য,
সব শিক্ষিত মানুষ বেকার হয়ে
পেটের দায়ে কাজ খুঁজে হন্যে।
👉মালিক তুমি কেন এত্ত পাষান
ওই দুস্থ মেহনতি মানুষের প্রতি,
কাজ যদি থামিয়ে দেয় শ্রমিকের
স্থিতিমিত হয়ে যাবে ধরার গতি।
👉ভাল,রোগব্যাধি তুমি দিছো তাদের
কেন দাও নেই তাদের অর্থকরি?
বিনা চিকিৎসায় মরলে মানুষ
তবে কেমন তোমার তাকব্বরী।
👉যাদের পরিশ্রমে গড়ে মসজিদ
প্রসাদ সমতুল্য বড় গাড়ি বাড়ী,
জীবন মরণ দুটোই ঝুপড়িতে
সবদিন জ্বলেনা উনানে হাঁড়ি।
👉বৈষম্যের প্রাচীর ভেঙ্গে জাগাও
সমতায় সুন্দর সুদৃঢ় ভ্রাতৃত্ব বোধ
অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষায়
সুযোগ দিয়ে বৈষম্য করো রোধ।