বই মিতালী (২৭৩৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-০১-২০২৫
********************
জগত জয়ের স্বপ্ন খুকীর
পাইবে নতুন বই,
জ্ঞানের রাজ্যের রাণী হবে
নাচে আনন্দে থই।

এক জানুয়ারি  ক্লাসে গিয়ে
বই পেলো না খুকী,
কষ্টে খুকীর বুকটা ফাটছে
দু:খ কোথায় রাখি।

সময়ের দাম কেমনে দেবে
খুকীর অন্তরে কষ্ট,
সময় মত বই না পাইলে
লক্ষ্যহীন অভিষ্ট।

খুকী হবে বেগম রোকেয়া
করবে নারীকে জয়,
বাংলাভাষার মর্যাদা দিতে
খুকী পায় না ভয়।

সমাজের জট ভাঙতে খুকী
সুফিয়া কামাল হয়,
জ্ঞানের খেলাড় চুড়ায় উঠতে
পায় না খুকী ভয়।

বইয়ের সাথে মিতালী করে
খুকী আনন্দ করবে,
বই না পেলে কেমন করে
ক্লাসের কর্মে ফিরবে।