বসন্তের ছোঁয়ায় (২৪৭৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-০৪-২০২৪ ইং
=====================
প্রকৃতি সেজেছে বসন্তের সাজে
পলাশ, কৃষ্ণচূড়ার রঙে,
বাতাসে দুলছে ঝরাপাতা গুলো
কত রকম বর্নিল ঢঙে?

কত শত ফুল আশেপাশে দেখি
প্রকৃতি রঙ বিরঙের ফুলে,
হিমেল হাওয়ায় পরশে দোলায়
কলি বাতাসে কাঁপছে দুলে।

শিমুলে পলাশে ওই কৃষ্ণচূড়ায়
নির্জীব মন রাঙিয়ে যায়,
সুন্দর ধরণী ফাগুনের সাজে
দেখিলে মন জুড়িয়ে যায়।

মনের আনন্দে পাখিরা উড়লে
মনের কোণায় ছোঁয়া লাগে,
উচ্ছ্বাস হৃদয়ে গাছের শাখায়
পাখীরা উল্লাস করে বাগে।

কুহু কুহু রবে উদাস কোকিল
গুনগান করে মধুর সুরে,
সুমধুর লাগে কোকিলের স্বর
যখন হাওয়ায় আসে উড়ে।

রকমারি রুপের পরশে হরষে
রাঙার ছোঁয়ায় নানা বন,
বসন্তের এই সাজানো আবসে
নেচে গেয়ে উঠে দেহ মন।