বর্ষা (২৫৬৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-০৭-২০২৪ ইং
==================
বর্ষা মানে দিনে রাতে সতত
শাপলা ফুলের গন্ধ,
কবি তার আপন মনে লিখে
কত কবিতার ছন্দ।

বর্ষা মানে হঠাৎ করে বৃষ্টি
আলসে ভরা দিন,
চাষাদের মনে শঙ্কা জাগে
কখন কাটবে ঋণ।

বর্ষা মানে কিশোর কিশোরীর
লুডুতে পুট ছক্কামারা,
কিছু সন্তানের হৈহুল্লায় রোজ
সময় কাটানো প্যারা।

রোজ ঘন বরষায় টিকে থাকা
বন্য পশু পাখির যুদ্ধ,
ছন্দের কবির এই সব দেখে
হয় কি কভু মুগ্ধ।