বড় দাদার শরম নাই(২৮১১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-০৩-২০২৫ ইং
===================
জন্মের সময় বড়দার চোখে
কাজল দেয় নাই বলে,
লজ্জা শরমের দার ধারে না
কানে না শোনার ফলে।
সমাজ গ্রাম দেশবাসীর মুখে
শুধু বড়দার সমালোচনা,
চায়ের হোটেলে কজন বসলে
শুধু বড়দার কু-আলোচনা।
বড়দা এমন শিক্ষিত সুধীজন
বিশ্বজুড়ে আছে তার সুনাম,
সংসারের নেতৃত্ব দেওয়ার ফলে
সবখানে ছড়িয়েছে কুনাম।
পক্ষপাতিত্বের স্বভাব আছে
স্বার্থে কাউকে ভালোবাসে,
নিজের গুনগান শুনিবার মাত্র
মনে অধিক মাত্রায় হাসে।
বড়দার নেতৃত্ব দেয়ার বাসনাতে
সদা সর্বদা থাকে ব্যস্ত,
নিজস্ব লোকের সুনাম ছড়াতেই
সকল ক্ষমতা করে ন্যস্ত।
সংসারে যারা অপরাধীর কাতারে
তাদের মাইনাস করার চেষ্টা,
আজ বড়দাদা সহ অনেকের অন্তরে
শুধু মাইনাস করার রেষটা।