বড় আশা যার বউ মরে তার(২২৮৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-১০-২০২৩ ইং
===============
ঢাক ঢোল বাজিয়ে যত হাধ্যবাধ্য
সব যে আশায় গুঁড়ে বালি,
রঙ মঞ্চের সকল বাধক বাজনা
পরণে ছিঁড়া পাজামায় তালি।
গুন,মাইকে যখন ফুকালে সারাদিন
সবাই আঁড়ি পেতে শুনছে,
আঙ্গুলে কর টিপে টিপে কেহ আবার
হায়াতের বাকিটা দিন গুনছে।
দাওয়াতে বিনাদাওয়াতে মেহমান এসে
খাইছে পছন্দের সব রেসেপি,
মর্যাদার খানাপিনা খাইয়াও খুশী নয়
তাই বিদায়ের বেলা দেবে কি?
ওরা আবল-তাবল কানাকানি করছে
শুনে স্বজনেরা মজা মারছে,
কেহ আবার বলে বেড়ায় সুযোগবাধি
সুয়োগে সোনার কুঞ্জ কাড়ছে।
বড় আশা যার বউ মরে নাকি তার
ইহা গাঁয়ের লোকের বচন,
ভবিষ্যতে তোদের অপেক্ষা করছে
অস্থিত্ব,মান সম্মানের পচন।