ভণ্ডামি ও গুন্ডামী (২৩৫৪ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১৫-১২-২০২৩ ইং
===============
দেশের সব খানেতে গুন্ডামী
মানুষ ও তার কাজের মাঝে,
হে মানুষ স্বার্থ হাসিলের জন্য
গুন্ডামীর নকল ছবি সাজে।
অফিস ও আদালতে যাবেন
পরিপাটি ফাইল অপরিপাটি,
ওরা উৎকোচ আদায়ের জন্য
সত্য উপস্থাপনে মিথ্যা খাঁটি।
লক্ষ্য করি জন প্রতিনিধিরাও
বলে সদা সর্বদা মিথ্যা কথা,
সত্য কথা বলার মতন সমাজে
কাউকে পাওয়া যায় না যথা।
আমি সব খানের লক্ষ্য করেছি
অনেকেই মিথ্যার আশ্রায় নিয়ে,
ছেলে মেয়েদের বয়স বাড়িয়ে
হ,গুন্ডামীর আশ্রায়ে দেয় বিয়ে।
কেউ বলতে পারেন কোন জায়গায়
নেই মিথ্যা ভণ্ডামির আশ্রায়কারী
স্বার্থ আদায়ে লোভের মোহে পরে
গুন্ডামি দিয়ে কামায় টাকাকড়ি।
কখন হবে মিথ্য তলিয়ে সততা
ন্যায়পরায়ণতায় মডেল এই দেশ,
মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়
সত্য দেয় যত মিথ্যার বংশ শেষ।