বঞ্চিত রক্তের স্রোত (২৩২৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-১১-২০২৩ ইং
==================
দাম বেড়েছে জামাই বাবুর
কমছে শুধু স্বজনের,
কারণ শুধু একটাই দেখি
দ্বিতীয়বার ভোজনের।
ভালো খাবারের অংশিদার
কেহই  মানতে পারেনা,
স্পেশাল রেসিপির ভাগীদার
না দিতে পারলে ছাড়ে না।
তাই তো আর নয়নে দেখছে
পুরাণ আগত মেহমান,
তাদের তো দেয়া যাবে না
এ দেহে থাকিতে প্রাণ।
তাইতো বলছি রক্তের সুজন
তাদের কাছে ভালো না,
এমন করার কিবা কারণ যে
পারলে খুলে বলো না।
রক্তের সাথে এমন বেইমানি
এখন কেমনে করে রক্তে?
সেদিন এ কথাটি আচ করেছে
তাদের নিজস্ব এক ভক্তে।
সুধীজন,মুখে মধু অন্তরে বিষ
দেখছি অন্তরের চক্ষু দিয়ে,
বিষ উপরিয়ে ফেলার অধিকার
চালাবো কোন শক্তি নিয়ে।
এমন সুজনের বৈসাদৃশ্য ক্রিয়া
কেউ কি মেনে নিতে পারে?
ঠেকিলে যে বুড়া গরু হাক্কায় উঠে
এই বিধান কে রোধ করে?
আচরণ দেখে ঘেটে দেখলাম যে
এই সকল নারীর কারণ।
নারীর কাছে দূর্বলের কারণ কি?
অর্থ নাকি বউর মিষ্টি হাসি,
স্বার্থের কারণে রক্তের আত্মীয়
বিনা কৈফিয়তে পরবাসী।