বল কাকে বিশ্বাস করি (২৫৫৮ তম)
এম,র,সালাম(সুর ও ছন্দের কবি)
০৬-০৭-২০২৪ ইং
==========================
কলেজের পথে, অনের দিনের পছন্দ
বলতে সাহস করছে না ছেলেটা মেয়েটাকে,
আবেগ তাড়িত হয়ে একদিন পথিমধ্যে
ছেলেটা মেয়েটাকে মিষ্টি ভাষায় বললো,
কি ভীষণ সুন্দরী তুমি,অনেক মেয়ে দেখিছি
কিন্তু তোমার মত টানা টানা চোখ, গোলাপী ঠোঁট
আগে দেখিনি এমন।
মেয়েটা বললো,"আয়নাও সে কথাই বলে বেড়ায়"
কাকে বলো বেশি বিশ্বাস করি -আয়নাকে না তোমাকে।
তার পর থেকে পথে, কলেজ গেটে ও ক্যাম্পাসে
আর অমন সুন্দরী মেয়ে দেখতে পাই না,
প্রায় বিশ বছর পরে, হঠাৎ করে সাক্ষাৎ মিললো
সেই মেয়েটার,দেখাতেই ছেলেটা বলে ফেললো
কি অপরূপ রুপের অধিকারী তুমি,ঠিক আগের
মতই আছো,মেয়েটা মনে মনে ভাবে আয়নাটা বড্ড
খারাপ সে আমাকে সেই থেকেই ঠকিয়ে আসছে।