বই ও জুতা (২৭৬২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-০২-২০২৫ ইং
====================
বইয়ের দোকান,যেখানে ফুটপাতে
মেধাবিরা সেখানে মাথাঠোঁকে,
বইয়ের কদর নেই,আবার এদেশে
বিজ্ঞের অবমূল্যায়ন কে রোখে।
জুতার দোকান যদি হয় এসি রুমে
বইয়ের সম্মান পিষে গুমে খুনে,
সে দেশে শিক্ষার মূল্য কোথায় রয়
সেথায় মান সম্মানের আছে ভয়।
যে দেশে চোর বাটপারের অবস্থান
থাকে শুধু ভালো আম তলায়,
সে দেশে জ্ঞানী গুণীর অবস্থান হয়
অবমাননার ক্ষুদ্রস্তর গাছ তলা।
এই দেশে যারা যত মেধাবী শিক্ষিত
যে যত সৎগুনে গুনান্বিত হবেন,
তাহারা এ দেশের মুর্খজনের মাধ্যমে
তত বেশী লাঞ্চিত অপমানিত হবেন।
যে দেশে মেধাবীর দ্বারা শিক্ষিতরা
চড় থাপ্পড়ে লাঞ্চিত অপমান হয়,
সেই দেশে কোন কালে কোন যুগে
জ্ঞানী গুনীমান্যিদের হবে জয়।