বিশ্বাসের ভাষা কই (২৬৪৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-১০-২০২৪ ইং
***************************
উৎকন্ঠার ঘরে ভয়ের বাসা
বিশ্বাসের ভাষা কই,
মনের মাঝের খারাপিগুলো
সেথা করে যে হৈচৈ।
কালো মেঘের ঘোর ঘনঘটা
মনের উপরে ঢাকে,
চতুরর্দিক হতে বিপদ এসে
কষ্টের ছবি আঁকে।
বাতাসে মেঘে আগুনবৃষ্টি
শান্তির ভরসা নেই,
উৎকন্ঠার ঘরে ভয়ের বাসা
বিশ্বাসের ভাষা কই।
পাপের বোঝায় ভরছে জগৎ
যৎ সামান্য আলো,
সেই আলোতে জ্বালবে ধরা
ঘুচবে অন্তরের কালো।
স্বস্তির শ্বাস ফেলে দীর্ঘশ্বাস
কোন মতে বেঁচে রই,
চিন্তা ভাবনায় মশগুল থাকি
বিশ্বাসের ভাষা কই।
পানি সমেত এই জগৎ ছবি
তলিয়ে যাবে সভ্যতা,
যত ন্যায় অন্যায় পাপ পুণ্য
সবশেষে যে নীরবতা।
ওই মৃত্যুর শঙ্কা বাজায় ডঙ্কা
অন্তরে ভয় যে নেই,
উৎকন্ঠার ঘরে ভয়ের বাসা
বিশ্বাসের ভাষা কই।