বিনে চাবির তালা (২২৯৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-১০-২০২৩ ইং
====================
মনের দুয়ারে তালা দিয়েছো
চাবি খুঁজে পাওয়া যায় না,
তালাটা নাকি অনেক চমৎকার
তৈরী করে নাই ওই চায়না।

কত ঘাটাঘাটি আর খাটাখাটি?
করলাম ওই তালার পিছে,
বছরের পর যুগ যুগ ঘুরলাম
জীবনটা ষোল আনাই মিছে।

তালাটার রঙ নেই আছে একটি
বিনে অশরীরী অস্পষ্ট কায়া,
ওই তালা নাকি খুলতে প্রয়োজন
একটা মধুর আবেগী মায়া।

তালা রুপের শক্তিতে খোলা যায় না
খোলা যায় শুধু ভালোবাসায়,
অনুভবে মনের সাথে মন মিলিলে
থাকতে হয় না চাবির আশায়।

এই দুয়ারের তালা খুলতে হয় না
হস্ত,চাবির শক্তি প্রয়োগ করে,
তালা একবার যদি খুলতেই পারো
আনতে পারবে মনের ঘরে।