বিক্রি হলো ভালোবাসা (২৫৪২ তম)
এম,এ,সালাম( সুর ও ছন্দের কবি)
২০-০৬-২০২৪ ইং
===================
টাকার কাছে হারছে হাজেরা
ভালোবাসা বিকিয়ে দিয়ে,
বাড়িতে হাজেরা একা হলো
আদরের পশুটি বিক্রি দিয়ে।
আদরের পশুর গলাটি ধরে
আহাজারি করে বারবার,
কোরবানির হাটে বিদায় দিল
ফিরে আসিবে না আর।
টপটপ করে গড়িয়ে পরছে
অশ্রু উভয়ের চোখ হতে,
মনের কোণে ঝড় বয়ে যায়
আজ ভালোবাসা কেল্লাফতে।
টাকার কাছে ভালোবাসা হারে
তেমনি ভালোবাসা আত্মত্যাগে
কোরবানী দাতার অন্ততে যেন
তেমনি ত্যাগের অনুভুতি জাগে।