বিজয়ের পতাকা উড়ছে(২৩৫৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-১২-২০২৩ ইং
==============
ঐ চেয়ে দেখ পতাকা উড়ছে
সবুজের ভিতরে লাল,
ত্রিশ লক্ষ বীর বাঙালীর রক্তে
রঞ্জিত সাগর,নদী,খাল।
বাংলার মেঠোপথ সবুজঘাস
কত লাশের সারিসারি?
কত মায়ের দুলাল ওই যে গেছে
ফিরে আসে নাই বাড়ি?
মায়ের ইজ্জত সভ্রম কেড়ে নিছে
হায়নো শুয়ারের দলে,
পেয়েছি মোরা স্বাধীন বাংলাদেশ
রক্ত সভ্রম যায়নি বিফলে।
দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে
পেয়েছি সোনার বাংলাদেশ,
বহু প্রতিক্ষীত বিজয়ের পতাকা
বাঙালি পেয়েছে শেষমেশ।
স্বাধীন পতাকা বীর বাঙালিরা
ভুলে নি, যাবেনা কোনদিন,
ওই রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ
করে শোধিব রক্তেরর ঋণ।