বিজ্ঞজনদের বলছি(২৫৪৬তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-০৩-২০২৪ ইং তাং
====================
বিজ্ঞজনদের বলছি সুজন
ভেবে চিন্তে কাজ করুন,
ফল যদি বিফলে যায় গো
অবস্থান কোথায় ধরুন?

যেঘায় আছেন ভালো আছেন
এর চেয়ে ভালো কি হয়?
অতি লোভে বশিভূত হলে যে
হবে জীবন মানের ক্ষয়।

এমন কিছু করবে না আপনারা
যাতে মান-সম্মান নষ্ট হয়,
আপনি যে সমাজের মর্যাদাবান
হিতে বিপরীতের হবে জয়।

সুধী সবাই কিন্তু তাল দিয়ে যাবে
মিঠা দিবে না যে আপনারে,
সবাইর মাথায় কালো চুল আছে
অবিশ্বাস করবেন কাহারে।

নিজের অস্তিত্ব ভবিষ্যতের স্বপ্ন
যোগ বিয়োগে মিলে কিনা?
হৃদ ক্যালকুলেটরে মিলিয়ে নেন
না মিললে সুখ স্বপ্নটা জি'না।