বিদ্রোহী এক নারী(২২৫৪ তম)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
০৬-০৯-২০২৩ ইং
=====================
আমি যুদ্ধের ময়দানের এক বীর
কাটি,প্রভুর বিরোধীদের দম্ভশির।
আমি ধর্ষক নির্মুলের একজন খুনী
ছুটছি মা বোনের ধর্ষনের কথা শুনি।
আমি খুঁজি ভন্ড অকৃতজ্ঞ আছে যত
তাদের বদ করি আমার সাধ্য মত।
আমি আলীর তলোয়ারের তীক্ষ্ম তীর
সুদ ঘুষের বিরুদ্ধে লড়ি উচু রেখে শির।
আমি নারীকে ভাবি না পতিতা ও বেশ্যা
পুরুষের বিরুদ্ধে জানি অনেক কেচ্ছা।
আমি বিদ্রোহে এ কালের সেরা শিষ্য
আমার রণাঙ্গনের কৌশল সারা বিশ্ব।
যারা করে নারীদের নিয়ে ঠাট্টা রতিক্রিয়া
তাদের বিরুদ্ধে প্রয়োগ করি বিষক্রিয়া।
যে পুরুষ ছড়ায় এইডস সমকামীতার জাত
আমি সমুলে ধ্বংস করি ছেদি জাতপাত।
আমি পোড়াই ভন্ড সাধু বাবার লালসালু
গায়ে ধরাই সাহারা মরুভূমির উষ্ণ বালু।
ভগবান খুঁজি নির্যাতিত অশ্রুঝরা চোখে
যারা মসজিদ মন্দিরের সম্পাদ লোভে চাখে।
নিয়ম ভেঙ্গে ছুটে চলি ওই অনিয়ম ধরায়
মিথ্যুকের দল যারা আছে কঠোর হস্তে তাড়াই।