বিদায় ক্ষণে (২৭৮৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-০২-২০২৫ ইং তাং
=================
অন্তরের ভাষা শব্দহীনা
              ছিন্নভিন্ন হৃদয়হীন,
                           কেমন করে ছিন্ন হবে
                                    আজ বিদায়ের দিন।
বিদায় শুধু কষ্ট হাজার
             দু:খ ভারাক্রান্ত মন,
                       মনের পর্দায় খুঁজে নেওয়া
                                 শুধু স্মৃতির আলিংগন।
বিদায় মানে কল্পনাতীত
             নদীর স্রোত বয়ে যাওয়ার,
                    সকালের ওই ফুল কলিরা
                              ঝড়ে যায় নিঠুর হাওয়ায়।
বিদায়ে আজ আনমনা মন
         বাকরুদ্ধতা মনের ঘরে,
                    হাজারো স্মৃতি মনের কোনে
                                নিষ্ঠুরতায় ঘোরে ফেরে।
এই বাগানে আগমন তোদের
            রঙিন সকালে কোন দিনে,
                     বিধির বিধান বিদায় দিব
                               মনের ব্যাথা আলপিনে।
শত হাজারে সালাম জানাই
          পিতৃতুল্য সকল গুরুজনে,
                 তাদের দেয়া জ্ঞানের মশাল
                              সকল শিক্ষার্থীদের মনে।
ওস্তাদের সকল ভালোবাসা
               শাসন,বেত্রাঘাত শিক্ষাদানে,
                      মন খারাপের সকল কথা
                               ভেসে উঠে বিদায় ক্ষণে।
মনের কোণে হাজারো কথা
           গাঁথা বিনে সুতার মালায়,
                   দোয়া প্রার্থনা মোদের জন্য
                                  বিদায়ের শেষ বেলায়।
তরী প্রয়োজনে বয়ে চলে
             অচেনা অজানা কোন দেশে,
                    এই বাগানে বেদনা পেলেও
                          মন পুড়িয়ে হাসবে অবশেষে।
যদিও বা তোমরা বিদায় নিবে
          এই রক্ষাচন্ডী মাদ্রাসা থেকে,
                 স্মৃতিগুলো সব মালা হয়ে
                        থাকুক সবার মন মাধুরি মেখে।
জীবন পথে হয়তো কোনদিন
            যদি আবার দেখা মিলে,
                        পুরানো সব বিষাদগুলো
                               ভুলে যাই প্রেমের দিলে।