বিবেক বিক্রির মহরা (২৪০৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-০২-২০২৪ ইং তাং
________________
বিবেক দিয়ে কাজ করিবেন
কবিবেন না কেহর তালে,
অর্থ সম্মান সকল হারাবেন
পরে যদি কারো ভ্যালে।
সুযোগ বুঝে তাল দিয়ে যাবে
ভাই,যাবে না দিয়ে মিঠে,
ওই তালের ভ্যালে পড়ে গেলে
হারাবেন সম্পত্তি ভিটে।
ফাঁকে ইজ্জত যাবে অর্থ যাবে
হবেন অসম্মানের ভাগী,
নিধন কালে কেউ বলবেন না
আপনি কত বড় ত্যাগী।
অর্থলোভী আর মাদক সেবিরা
তাদের স্ব-সঙ্গীদের খুঁজে,
মাদক ইয়াবার ছড়াছড়ি দেখে
নেতারা থাকে মুখ বুজে।
তাই কষ্টে বলছি ভাল মানুষের
এই সমাজে কদর নেই,
লোহা পোড়ালে সোনা হয় না
পুরানো অভ্যাশ যেইসেই।