বেয়াদবের পাল্লায় (২৪৩৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-০৩-২০২৪ ইং তাং
====================
যে বুঝ মানে না কথা শুনে না
স্বার্থে যেই লাউ সেই কদু,
মানি লোকের সম্মান দেয় না
পরিচালনায় ঘরের বধু।
নিজের ঘটে বুদ্ধির নাই তাহার
করে স্বল্পমূল্যে আমদানি,
নিজেকে আবার জাহির করে
আমি যে বড় জ্ঞানীগুনী।
আগুনে পুড়ে হামারে পিটালে
লোহার রুপ যে যেইসেই,
বেয়াদবের পাগলামি বেচায়
সবাই হারিয়ে ফেলে খেই।
এই ধরনের বেয়াদবের থেকে
সম্মান নিয়ে দূরে থাকুন,
নিজের মান-সম্মান রক্ষার্থে
নিজেকে এড়িয়ে রাখুন।