ব্যথিত হৃদয় (২৫৯৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-০৮-২০২৪ ইং
================
দেশের জনগণের সেবা করে
আজ তুমি কি পেলে?
মানসম্মান সব চুলায় গেলো
লাজ শরম ছিঁড়ে খেলে।
থাকতে তোমায় দেয়নি ওরা
মান-সম্মান নিলো কেড়ে,
মাল সামানা ভাগ করে নিলো
খালিবাসা রইলো পরে।
তোমার বিচার চেয়ে করছে দাবী
হাজার হাজারে লোক,
মিছিল মিটিং সমাবেশে কেউবা
প্রকাশ করছে আক্রোশ।
দেশে উন্নায়নের বিচার বিশ্লেষণ
কেউ করতে আর চায় না,
স্বাধীন ভাবে ভোট দিতে না পেরে
স্বাধীন ভাবে আর কয় না।
আজ স্বাধীন দেশে নারীরা হচ্ছে
কাম লালসার শিকার,
নারীরা সহ সব রাজনৈতিক দল
ছিনিয়ে নিচ্ছে অধিকার।
আগুয়ান হয়ে মুঠে ধরো হাতিয়ার
জনতা চুপ থেকো না আর,
গর্জে ওঠো আওয়াজ ছুঁড়ে দাও
করো অসুর সংহার।