বেটা মনটা বড় কর (২৪৬৪তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-০৪-২০২৪ ইং
==================
ছোট মনের মন নিয়ে বেটা
কেমনে সমাজে চলে,
শক্তি সাহস মনোবল থাকলে
তারে দূর্বল কেবা বলে।

সাহস আছে ভয় কাজ করে
কিপটে মন মানসিকতা,
অর্থ না থাকলে মন যে দূর্বল
শুধু চাপার সাহসিকতা।

সমাজে চাপাবাজ ঘৃণা করে
সকল শ্রেনীর পেশাজীবি,
নিজের বাড়ির সম্মান রক্ষার্থে
দোস্ত বাড়ির খাদিমে রাজি।

বুকে সাহস টাকায় হয়ে যায়
দুধের মাছি ঘুর ঘুর করে,
টাকা ফুড়িয়ে গেলে আত্মীয়
স্বজন যায় অনেক দূরে।

আরে মনটা বড় করতে বেটা
অধিক সাহসের দরকার,
নিজের ঘাড়ে বুদ্ধি না থাকলে
সবাই মিলে পরামর্শ কর।