বেকার জীবন (২৫৯২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-০৮-২০২৪
====================
বেকার জীবন কষ্টের জীবন
শিক্ষিতরাই জানে,
বিদ্যা শিক্ষা লাভ করেও কেউ
ভাসছে অশ্রু বানে।
কর্মছাড়া এক কঠিন জীবন
নিরেট বোকা ও ভবঘুরে,
ওদের দু:খ কষ্টে দিন কেটে যায়
মনের কোনে জ্বলেপুড়ে।
চাকুরী পেলে জীবন গড়বো
দেশের স্বেচ্ছা সেবক হয়ে,
মায়ের মত এই মাতৃভূমিকে
আগলে রাখব সাহস লয়ে।
বেকার বন্দি ঘরে শিক্ষিতরা
সদা মুক্তি পেতে চায়,
বেকারত্বের সব কষ্ট দূর করিতে
বিদেশে পাড়ি জমায়।
বেকারত্বের বোঝা মাথে লয়ে
সদা চাকুরী খুঁজি ভাই,
চাকুরী হলো সোনার হরিণ যে
বলো কোথায় গেলে পাই?