বেইমান (২৪৪৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-০৩-২০২৩ ইং
===========
বেইমানের মনটা থাকে
লোহার মত শক্ত,
কাহার কোন কষ্ট দেখে
সে হয়না অনুতপ্ত।
স্বার্থপর কেন কৃতজ্ঞতা
সে স্বীকার করে না,
স্বার্থ ফুড়িয়ে গেলে সে
কাউকে ছাড়ে না।
সুবিধাবাদীরা কখনো
সে আপন হয়না,
ফয়দা ও সুবিধা নিলে
কারো চিন্তা করেনা।