বেঁচে থেকেও মরণ(২৫৮১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)  
০৪-০৮-২০২৪ ইং
===================
সময়  কাহারো হয় না আপন
নিজের মত করিতে হয় বরণ,
আমি জানিএকদিন হবে মরণ
সেদিন চলবে না আমার চরণ।

নীরবে একথা যখন করি স্মরণ
কোথা খুঁজে পাইনা তার কারণ,
তুমি নাই বা যদি  করবে গ্রহন
কেন করবে আমার মনটা হরণ?

দুই অক্ষিতে দেখছি কত স্বপন?
তাই করছি শুধু ই সময় ক্ষেপণ,
তোমার আমার ভালোবাসা এমন
দুরত্বটা  হয়তো যোজন বিয়োজন।

প্রেম  ভালোবাসার এরুপ ধরণ
তোমায় পেতে চাই সদা সর্বক্ষণ,
বিপদকালে যদি নাই পাই দর্শন
বেঁচে থেকেও হয় আমার মরণ।

এতবড় বিপদ কেন মাথে বরণ?
হয়তো ভবিষ্যতে সুখের কারণ,
কষ্ট যেন সইতে পারি বুকে ধারণ
প্রভু নইলে যে বেঁচে থেকে মরণ।