ব্যতিক্রম (২৭৯৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৯-০৩-২০২৫ ইং
===============
জগত সেরা মানব যারা
করতে পারে সব,
শুধু দরকার কর্মে নিষ্ঠা
প্রভুর সাধন জব।

ব্যর্থতা কেটে সফলতা
ছুটে আসে সংসারে,
এ ধরায় ভাবতো না সে
পর কাউকে পারে।

হিংসা মনে আশ্রায় নিলে
চতুষ্পদ গুন পায়,
সবার সাথে ঝগড়া করে
আক্রোশ তারে খায়।

ভালোকে সবে ভালো বলে
খারাপ বলবে কেবা,
ব্যক্তি স্বার্থে হানলে আঘাত
হয় তো বলবে সেবা।