ব্যথার পাহাড়ে দাঁড়িয়ে (২৬৮৬ তম)
এম,এ সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-১১-২০২৪ ইং তাং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
এক বুক ব্যথা নিয়ে মন পুড়ছে
সেই ব্যথা কেউ জানেনা,
যার মন পুড়ে সেই বুঝে ব্যথা কি?
পোড়া মন তো মানে না।

ব্যথার পর ব্যথা সহন নাহি যায়
ব্যথা অন্তরে আর সহেনা,
ব্যথার পরে ব্যথা পাহাড় সমান
সুখ তো কপালে  বহে না।

ব্যথায় ব্যথায় জীবনটা ক্ষয়েছে
মনে শক্তি সাহস আসে না,
আনন্দে হাসার চেষ্টা করেও কেন?
তব মুখে হাসি যে হাসে না।

অন্তর ঝাঁঝরা হলো জ্বলে পুড়ে
কেমন করে জোড়া লাগাই?
এই দেখা যায় আধার কেটেছে
আলোর ঠিকানায় জাগাই।