বাঁশ নিশ্চিত (২৪৫০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৯-০৩-২০২৪ ইং
==============
আপনি বিনা স্বার্থে উপকার করলে
আপনার ক্ষতি করবে একদিন,
এমন উপকার করার পূর্বে তাহাদের
আদর্শ চরিত্র পরীক্ষা করে নিন।

আপনি টাকা কাউকে ধার দেয়ার পূর্বে
ভাবুন লোকটার নীতি  কেমন?
তাদের নীতি যদি খারাপ হয়ে থাকে
এমন ধারের চিন্তা করবে না এমন।

আপনি শিক্ষিত হলে ভদ্র আচরণ করলে
কেউ কেউ ভাববে ভয় পেয়েছেন,
সমাজে আপনাকে সবাই দাবিয়ে রাখবে
ওই ভদ্রতার সুযোগ রেখেছেন।

এই তিনটি কাজ করলে বাঁশ নিশ্চিত
ওরা সুযোগ পেলে ডুকিয়ে দিবে,
তখন আপনি নিরুপায় হয়ে কি করবেন
ফাঁক পাওয়ার দরজা খুলে নিবে।