বারংবার (২২৭০তম)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
২২-০৯-২০২৩ ইং
************************
কোকিল ডাকে কৃষ্ণ চুড়ায়
বিরহে কুহু কুহু করে,
নীরবে যখন একাকী থাকি
তোরে ভীষন মনে পড়ে।
আমায় ছেড়ে প্রিয় কুসুম
আছো নাকি নরসিংদী,
তুমিই কিন্তু ভঙ্গ করেছো
তোমার দেয়া সব সন্ধি।
ভাবি তোমায় সুখের দিনেও
দুঃখের দিনেও ভাবি,
বিরহের কথা লিখে যাচ্ছি
আমি এক অদম কবি।
আমায় একা রেখে সাগর মাঝে
থাকো অজানা কোনখানে?
তোমার সেই স্মৃতি ভেসে উঠে
সদা সর্বদা মনে-প্রাণে।
যেই খানেতে অবস্থান করছো
থাকো তুমি মহা-সুখে,
এই বিরহের জীবন কষ্টে যাচ্ছে
তোমার স্মৃতি নিয়ে বুকে।
যদি কোন দিন সুযোগ আসে
সাক্ষাৎ হইবে একবার,
সেই আশা নিয়ে বেঁচে আছি
আমার কর্মে বারংবার।