বাঁচার জন্য সংগ্রাম (২৫০৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-০৫-২০২৪ ইং
=========================
বিলাশবহুল সুন্দর ভুবন আমার ছোট্ট জীবন
খেলার সাথী কেউ হয় সুজন,কেউ হয় আপন।
সুজন আপন মিলেমিশে থাকি একই পরিবারে
মিতালি যদি মন থেকে হয়,পর করবে কে কারে?
বাঁচার জন্য এই ভুবন আমাদের সবার চরাচর
হাসি কান্নার মিশ্র ক্রিয়ায় কেউ হই না যেন পর।
স্বার্থ ত্যাগে বন্ধুর মত বসবাসে করার খুবই ইচ্ছা
লোভে পরে কান কথায় হরদমে চলছে যথেচ্ছা।
কেউবা চায় ভাল মানুষ হয়ে,মানুষের মত বাঁচতে
কেউ চায় রঙিন ভুবনে,খুশির মহা তরঙ্গে নাচতে।
নাচতে চাও আর বাঁচতে চাও,মরার বিকল্প নাই
বন্ধু সেই চিন্তা মাথায় রেখে,ভালো কাজ কর তাই।
প্রানের প্রিয় পেয়ে কেউবা প্রেমের দোলনায় দোলে
কেউবা আপন জনকে হারিয়ে কাঁদে নয়নের জলে।
যে গেছে ছেড়ে সে আসবে না,তারে ভুলে পথ চলো
নতুন স্বপন বুনে যাও সুজন প্রেমের আলো জ্বালো।
সকল স্মৃতি জড়িয়ে থাকো মন কাননে জীবন ধরে
রক্ত মাংসের এই জীবনটা স্মৃতি নিয়ে বাঁচতে পারে।
অতীতকে ভুলে গিয়ে বাস্তবতায় জীবন শুরু করো
মরা কিন্তু লাগবেই কেন এই চেতনা অস্বীকার করো?