বাঁচার লড়াই (২২৫২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-০৯-২০২৩ ইং
=================
দেশ ও জাতির সমর্থনে
বাঁচার লড়াই চলবে,
স্বাধীনতা আগলে রাখতে
আরেকটি বার জ্বলবে।
শত্রু আসে সিংহের মতো
মনোবল হারিয়ে ফেলে,
বীর বাঙালি হুংকার দিলে
ওদের ভয় করে যে দেলে।
বীরের জাতি প্রাণ দিয়েছে
আবার জানমাল দিবে,
বাংলাদেশের জনগণের
কোন ক্ষতি নাহি সহিবে?
আগুন সন্ত্রাসী রোধের তরে
তোমারা গর্জে ফুসে উঠো,
শক্তি মনোবল তৈরি করিয়া
ওদের কঠিন হস্তে টুটো।
লড়াই করো প্রগতির পথে
পাক দোসরের বিরুদ্ধে,
পুনঃজনগনকে স্বাধীন করো
আরেকটি বার যুদ্ধে।
মাথাচাড়া দিয়ে ওরা আবার
দেশের ক্ষমতা নিতে চায়,
রাজাকারের দোসরদের কে
সে সুযোগ কেমনে দেয়।