আজব পর্দা (২৪৫৮তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৭-০৩-২০২৪ তাং
===================
রমজানে মাসে দিনের বেলায়
চায়ের দোকানে আজব পর্দা,
রেস্টুরেন্টে ও একই সিস্টেমে দেখি
পর্দার মধ্যে আছে সব মর্দা।
আজকে পর্দার মধ্যে লক্ষ্য করলাম
ভাত খায়,পান সিগারেট টানে,
দাড়িওয়ালা জুব্বাওয়ালা মুসলমান
পর্দার মধ্যে আছে কেবা জানে।
আজব পর্দার উপস্থিতি হাট-বাজারে
স্টানে দেখায় যায় রাশি রাশি,
মুরব্বিদের দেখলে ওরা ভিতর থেকে
বারংবার খুলখুলিয়ে দেয় কাশি।
কেহ বলে আবার ওই স্যারে আসছে
তোর সিগারেটটি গুঁজে ফেল,
গ্যাসের কারণে রোজায় সমস্যা হচ্ছে
মুসলমান হিসেবে ভাল দেল।
রমজানে নারীর পর্দার চেয়ে পুরুষের
পর্দার ভাব সাব দেখা যায় বেশী,
বারে বারে থু-থু ফালায় জন সম্মুখে
পর্দার আশপাশ থেকে দেয় কাশি।