আইন ও ক্ষমতা (২৮৯৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-০৩-২০২৫ ইং
==================
আইনের কাছে ক্ষমতা বন্দী
ক্ষমতার কাছে আইন,
আইন না মানলে অক্ষমতায়
জেলের ভিতরে ফাইন।
ক্ষমতা, আইনকে শ্রদ্ধা করো
বাবারও বাবার মতন,
ক্ষমতা কাজে লাগাইও না,রে
আইনকে করিও যতন।
ক্ষমতার বলে তাল কে তিল
করা যে মামুলি ব্যপার,
আইনের শাসন তোমাকে দিবে
জেলের ঘানির র্যপার।
আজ ক্ষমতা কালকে অক্ষমতা
ভেবে চিনতে কি দেখছো?
যাহা করো তুমি তাহা কি সঠিক
আগামীর কথা কি ভাবছো?
শোধের কিন্তু পরিশোধ আছে
পরিশোধ হবে না শেষ,
আইনের কাছে সকল ক্ষমতা
এক নিমিষেই নি:শ্বেস।
আইনকে তুমি ফাইন ভেব ও না
শ্রদ্ধা করো সর্বশক্তি দিয়ে,
তুমি ক্ষমতাকে পরাজয় ভেবেই
শ্রদ্ধা করো আইনকে নিয়ে।