অসুস্থ্য (২৫৮৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-০৮-২০২৪ ইং
==============
অসুস্থতায় ভুগতেছে দেশ
ডাক্তারের কথা নেয় না!
কান কথায় মন ভারী করে
ওরা সুস্থ্য হতে চায় না।
রেগে ও মেঘে ভুল সেবনে
নানা উপসর্গের সৃষ্টি,
তিক্ত আদার চায়ের চুমুকে
ভালো হবে কি কৃষ্টি?
ন-জ্ঞান আজ জ্ঞান বিলায়
জানা থেকে অজানা,
সুস্থ্য রোগীর চিকিৎসা দিতে
রক্তের পরীক্ষা মানা।
টেস্ট করিলে সন্ধান মিলবে
রক্তের গ্রুপ ছিল কেমন?
মানুষ চালায় টেস্টের যন্ত্র
মন মানসিকতা যেমন।
সুস্থ্য রোগীর চিকিৎসা নিয়ে
আজ ব্যস্ত সব ডাক্তার,
মন মানসিকতার চিকিৎসার
দ্বারা সুস্থতা করা দরকার।